হোম > ছাপা সংস্করণ

মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে নতুন ধারাবাহিক

প্রখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাসের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। নাম রাখা হয়েছে ‘শহরবাস’। মাসুম রেজার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আরিফ খান। গতকাল থেকে এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটকটির প্রচার। এতে অভিনয় করছেন রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, মাজনুন মিজান, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু, বিজরী বরকতউল্লাহ, মায়াবী মায়া প্রমুখ।

শহরবাস ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে মোহন ও চন্দন নামের দুই বন্ধু ও তাদের পরিবারকে কেন্দ্র করে। মা আমেনা, স্ত্রী লাবণী, ভাই রাহীকে নিয়ে এক বন্ধু মোহনের পরিবার। অন্যদিকে বাবা সাইফ, স্ত্রী সন্ধ্যা ও বোন ঝিনুককে নিয়ে অন্য বন্ধু চন্দনের পরিবার।

মোহন, চন্দন ও সন্ধ্যা একসঙ্গে পড়াশোনা করত। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও ভিন্ন এক সম্পর্ক গড়ে ওঠে। মোহন গ্রামের ছেলে। আর চন্দনের জন্ম, বেড়ে ওঠা—সবই শহরে। মোহন পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যায়। কোনো এক ঘটনায় মোহনকে চন্দন বলে, শহরে বসবাস করার কোনো যোগ্যতা তার নেই। এই কথা মোহনকে ভাবিত করে। শহরে এসে বসবাস করার যোগ্য করে তুলতে চায় সে। কিন্তু মোহনের মা আমেনা বেগম কোনোভাবেই তাঁর স্বামীর ভিটা-সম্পত্তি ছেড়ে শহরে আসতে রাজি নন। মোহন তার মাকে রাজি করায়, তবে মায়ের কিছু শর্ত মেনে নিয়ে। কিন্তু বিষয়টা সহজভাবে নেয় না চন্দন। এভাবেই চলতে থাকে সংঘাত, দ্বন্দ্ব, প্রেম, ভালোবাসা ও টানাপোড়েনের গল্প শহরবাস।

এনটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ