বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, প্রোগ্রাম অফিসার সাইফুদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, মনোয়ারা বেগম প্রমুখ।
পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থসামাজিক উন্নয়নে ১১ শ ২০টি সহযোগী সংস্থার মাধ্যমে বাংলাদেশে কাজ করছে ফাউন্ডেশন। এর মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে ১৫৯ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।