মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক এই দায়িত্ব পান। গতকাল রোববার তাঁকে ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম জানান, ২০১৫ সালের ১৩ অক্টোবর থেকে আইকিউএসির পরিচালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাঁকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় ওই পদটি শূন্য হয়। এরই প্রেক্ষিতে দুই বছরের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়।