পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ১১৫ বছর বয়সী বৃদ্ধা সালেমন নেছা আসলেন ভোট কেন্দ্রে। তাঁর মেয়ে শুক্কুরী বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তিনি। ১১৫ বছর বয়সেও চোখে চশমা ছাড়া ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দিতে সক্ষম হয়েছেন। ভোট শেষ করে হাতে বাঁশের লাঠির ওপর ভর করে কেন্দ্র থেকে বেড় হন তিনি।
গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সালেমন নেছা।
সালেমন নেছা পটকা গ্রামের মৃত আব্দুল কাদের সরকারের স্ত্রী। তিনি বলেন, ‘আমি এখনো চোখে স্পষ্ট দেখতে পাই। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবে।’