আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে না দিয়ে নিজেরাই সরাসরি দেশটির স্বাস্থ্যকর্মীদের বেতন দিয়েছে জাতিসংঘ। গত এক মাসে ২৩ হাজার ৫০০ আফগান স্বাস্থ্যকর্মীকে মোট প্রায় ৮০ লাখ ডলার বেতন দিয়েছে সংস্থাটি। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট কাটাতে এটি একটি প্রাথমিক পরীক্ষা বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এবং স্বাস্থ্য সহায়তা-সংক্রান্ত সংগঠন গ্লোবাল ফান্ডের উদ্যোগে এ অর্থ দেওয়া হয়।
তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে সংকট দিন দিন বেড়েই চলেছে। এবার সংকট নিরসনে উদ্যোগ শুরু হলো। ইউএনডিপির এশিয়া ও প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কানি উইগনারাজা বলেন, ‘কাউকে না কাউকে এগিয়ে আসতেই হতো। অর্থনীতি ও স্বাস্থ্য খাতে আমরাই এগিয়ে এলাম।’