হোম > ছাপা সংস্করণ

অস্ত্র দেখিয়ে ত্রাস ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছে।

শাহরিয়ার সোহাগ নিলয় নামের এই ছাত্রলীগ নেতার ত্রাস সৃষ্টির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপরই ওই ভিডিও দেখে অস্ত্র উদ্ধার ও তাঁকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

একই সঙ্গে নিলয়কে উপজেলা ছাত্রলীগ তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদখালী বাজারে শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে তবিবর রহমান তবির দোকানে গিয়ে ভয়ভীতি দেখান। তবিবর রহমান তবি বাজারের একজন ব্যবসায়ী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি।

এ ঘটনার একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ তাঁকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহরিয়ার সোহাগ নিলয় ২০১৯ সালে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

তবিবর রহমান তবি বলেন, ‘একটি ঘটনায় আমার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছিল। এ ঘটনায় নিলয় তাঁর অনুসারীদের নিয়ে অস্ত্র হাতে এসে আমাকে ভয়ভীতি দেখান।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য নিলয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা কমিটির কাছে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘শাহরিয়ার সোহাগ নিলয়কে আটক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ