চিত্রনায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। সেখানে ঘোষণা দেওয়া হবে শাকিব খান অভিনীত নতুন সিনেমার। নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে হবে এই অনুষ্ঠান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমার নাম ‘রাজকুমার’। যেখানে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন এক অভিনেত্রীকে। এদিন নতুন নায়িকার নাম ঘোষণা হবে। রাজকুমার সিনেমার প্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ জানান, শাকিব খানকে নিয়ে যে সিনেমার মহরত হবে, সেটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয় যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ভারতসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে।
শাকিব খানের সঙ্গে জাকারিয়া মাসুদের এটি প্রথম কাজ। তিনি ২০ বছর ধরে নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনা করছেন। এই প্রথম সিনেমা প্রযোজনা করছেন। নির্মাণে কোনো কমতি রাখবেন না বলে জানান এই প্রযোজক।
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে সিনেমার শুটিং শুরু হবে। আরও বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে শাকিবের সঙ্গে জাকারিয়ার কথা চলছে বলে জানা যায়। জাকারিয়া বলেন, ‘বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।’