হোম > ছাপা সংস্করণ

ঘর জোটেনি ২৫ ভূমিহীনের

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটাসহ সদর ইউনিয়নের ভূমিহীনদের ভাগ্যে জোটেনি আশ্রয়ণের কোনো ঘর। ফলে ২৫ ভূমিহীন অসহায় পরিবার অন্যের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে দুই যুগ ধরে বসবাস করছেন বড়ভিটা জুরাবান্দা ডালিয়া তিস্তা সেতু সংলগ্ন সেচ ক্যানেলের জায়গায়।

সরেজমিন দেখা যায়, তিস্তা সেচ ক্যানেলের এবড়োখেবড়ো জায়গায় ভূমিহীন পরিবারগুলো কোনো রকমে বসবাস করছেন। উচ্ছেদের ভয় আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তাঁরা। দিনে হাড়ভাঙা পরিশ্রম শেষে ঘরে ফিরে ঠিকমতো ঘুমাতে পারেন না। বর্ষার পানি, পোকামাকড়ে নির্ঘুম রাত কাটে তাঁদের। বড়ভিটা ইউনিয়ন জুরাবান্দা ক্যানেলপাড়ের তহিজ উদ্দিন (৭০) নুরবানু দম্পতি বলেন, ‘জীবন বাঁচার তাগিদে দুই যুগ ধরে সেচ ক্যানেলের জায়গায় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড ঘর সরানোর জন্য বারবার নোটিশ দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে ঘর সরালে আমরা যাব কোথায়। ঘর তুলে সুখে রাত কাটাব, সেই সামর্থ্য নেই আমাদের।’

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া ক্যানেলে ভূমিহীন ষাটোর্ধ্ব কারিমা বলেন, ‘পলিথিনে মোড়ানো ঘরটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। শীতকালে ভাঙা ঘরের চালা দিয়ে কুয়াশায় ভিজে যায় বিছানাপত্র।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, মুজিববর্ষে এ উপজেলায় ৩১০ জন ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। কিছুদিনের মধ্যে বরাদ্দ আসবে এবং খাসজমি প্রাপ্যতা সাপেক্ষে ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ