হোম > ছাপা সংস্করণ

গাড়ি ভাঙচুর করে দাবি আদায় অগ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তা দখল কিংবা গাড়ি ভাঙচুর করে দাবি আদায় গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

তিনি গণপরিবহনে হাফ-পাসের আন্দোলন যাতে কারও ক্রীড়নক হিসেবে ব্যবহৃত না হয় সেদিকে লক্ষ রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

খোরশেদ আলম বলেন, শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তা দখল করে কিংবা গাড়ি ভাঙচুর করে দাবি আদায় গ্রহণযোগ্য নয়। অতীতেও এভাবে ছাত্র আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করেছে একটি স্বার্থান্বেষী মহল। পরবর্তীতে দেখা গেছে, ঢাকার নীলক্ষেত থেকে স্কুল পোশাক বানিয়ে, ব্যাগ কাঁধে চাপিয়ে ছাত্র আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে মহলটি। ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি অপপ্রয়াসে জড়িত ছিল মহলটি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সেসব রহস্য উন্মোচিত হয়।

সুজন বলেন, করোনা সংক্রমণের কারণে বিগত দেড় বছর ধরে শিক্ষার্থীরা কোনো ক্লাস করতে পারেনি। পরীক্ষা কার্যক্রমও বন্ধ ছিল। সরকার যখন পুরোপুরিভাবে দেশের শিক্ষা কার্যক্রম শুরু করেছে ঠিক সে মুহূর্তে হাফ-পাসের আন্দোলনের নামে প্রতিদিন যদি শিক্ষার্থীরা রাস্তায় এসে সভা-সমাবেশ করে তাহলে করোনা পরিস্থিতির মধ্যেও স্কুল কলেজ খোলা রেখে কী?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ