যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন করছে আকিজ সিরামিক্স। আর প্রতিটি পণ্যে থাকে আধুনিক রুচি আর আভিজাত্যের ছোঁয়া। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান আবাসন মেলায় আজকের পত্রিকাকে এসব কথা বলেন আকিজ সিরামিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আকিজ সিরামিক্স পণ্য উৎপাদনের জন্য নিজস্ব ‘সিরামিক্স পল্লি’ প্রতিষ্ঠা করেছে। যেখানে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বৈচিত্র্যপূর্ণ আকর্ষণীয় নকশার পণ্য উৎপাদন করা হয়। পণ্যে অমসৃণ কিংবা ত্রুটি থাকে না বলে তিনি জানান।
আকিজ সিরামিক্সের যাত্রা শুরু হয় ২০১২ সালে উল্লেখ করে খোরশেদ আলম বলেন, ‘মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য ময়মনসিংহের ত্রিশালে ১২৫ একর নিজস্ব জমিতে সিরামিক্স পল্লি নামে কারখানা স্থাপন করা হয়। সিরামিক্স পল্লিতে পণ্যের সুরক্ষায় মেঝে এবং দেয়ালের জন্য দুই স্তরের টাইলসহ বহু ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে। অন্যান্য পণ্যসমূহের মধ্য অন্যতম হলো স্যানিটারি ওয়্যার, স্মার্ট কমোড ওয়ার্ম ফ্লোয়িং ওয়াটার, এয়ার ড্রাইয়িং। আর এসব পণ্য ২০ থেকে ৫০ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।’
তিনি বলেন, ‘সিরামিক্স পণ্যের ৯৫ শতাংশ আমদানিনির্ভর। এসব পণ্য পরিবহনে দিনদিন ব্যয় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দামও। আর বন্দরে মালামাল খালাস হতেও সময় তুলনামূলক বেশি লাগছে, যার প্রভাব গ্রাহকের ওপর পড়ে।’