বরিশালের বাকেরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুন্নি বেগম নামের এক বিধবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার প্রস্তুতি নেওয়ার সময় গ্যাসের চুলায় আগুন দিতেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। কিছুক্ষণের মধ্যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিধবা মুন্নি বেগমের ঘরের বেশির ভাগই পুড়ে যায়।
মুন্নি বেগম বলেন, সকালে রান্না করার জন্য গ্যাসের চুলায় আগুন দিলে মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পরে। এতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে । ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমিরুজ্জামান রিপন জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করে মুন্নি বেগমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন সবাইকে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে এতে ঘণ্টাব্যাপী চেষ্টা চালাতে হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ওখানেই ছিলাম। খাদ্য সহায়তা দিয়েছি। ঢেউ টিন এলে তাদের দেওয়া হবে।’