ভূঞাপুর প্রতিনিধি
ভূঞাপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা কালাজ্বর নির্মূলে করণীয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।