বরগুনায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার ১১টায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি-নলী সেতু এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী ব্যবসায়ী সবুরের পরিবারের সদস্য এবং এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে হামলার শিকার সবুরের দুই বোন জাকিয়া ও রুবি আক্তার জানান, গত ৩ ডিসেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সবুর হাওলাদারকে (৪৫) কুপিয়ে জখম করে একই এলাকার রুহুল আমিন, মিরাজ ও জহিরুল। এর আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আজগরকাঠি এলাকায় একটি দোকানের সামনে পাওনা টাকা নিয়ে তর্ক ও বাগ্বিতণ্ডা হয় তাঁদের। এ সময় সবুরকে কোপানোর হুমকি দেয় রুহুল আমিন ও জহিরুল।
এ বিষয়ে রুহুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।