রয়টার্স, সিউল
সামরিক সংঘাতের ইঙ্গিত না দিয়ে চলতি বছরের শুরুতে অর্থনীতিতে মনোযোগ দেবেন বলে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং-উন। দেশের মন্দা কাটাতে এ লক্ষ্যের কথা জানান তিনি। কিন্তু কথা রাখলেন না কিম।
বছরের শুরুতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাঁর দেশ। গত বুধবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। এ নিয়ে দুইবার এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।