হোম > ছাপা সংস্করণ

খালেদা জিয়া বাসায় ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বর নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৬ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর জন্য আরও উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেই চিকিৎসা সম্ভব নয় বলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

গতকাল সন্ধ্যায় রাজধানীর এভার-কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে গুলশানের বাসায় আনা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন।’ এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই জরুরি। পরিবার ও দেশবাসীর পাশাপাশি খালেদা জিয়াও নিজের সুচিকিৎসা চান। তিনি বলেন, ‘উনি যখন কারাগারে ছিলেন, সেখানে তাঁর সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। এই অবস্থায় ওনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি। এ জন্য দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ