জ্বর নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৬ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর জন্য আরও উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেই চিকিৎসা সম্ভব নয় বলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর এভার-কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে গুলশানের বাসায় আনা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভালো আছেন।’ এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই জরুরি। পরিবার ও দেশবাসীর পাশাপাশি খালেদা জিয়াও নিজের সুচিকিৎসা চান। তিনি বলেন, ‘উনি যখন কারাগারে ছিলেন, সেখানে তাঁর সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়নি। এই অবস্থায় ওনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি। এ জন্য দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।’