হোম > ছাপা সংস্করণ

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে স্ত্রী মরিয়ম বেগম (২৫) কে হত্যা ও পুড়িয়ে লাশ গুমের দায়ে স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডাদেশ ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা, গুমের দায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

গতকাল রোববার এই আদেশ দিয়েছেন খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রফিক শেখ রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত জাবেদ শেখের পুত্র।

মামলায় বিচার শুরুর মাত্র ৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন, জেলা পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান ও এপিপি শাম্মী আক্তার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, পারিবারিকভাবে আসামি রফিক শেখের সঙ্গে ফকিরহাট উপজেলার হালিমা বেগমের ছোট মেয়ে মরিয়মের বিয়ে হয় ২০১৭ সালে।

মরিয়ম একটু বেশি মোবাইলে কথা বলতো পরিবারের সদস্যদের সঙ্গে। মোবাইলে কথা বলাকে সন্দেহ করত নিহতের স্বামী। এ নিয়ে তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে তারা উভয়ে নেহালপুর থেকে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় রকি শেখের ভাড়া বাড়িতে এসে ওঠেন। সেখানে এসেও তার ওপর একই অভিযোগে নির্মম অত্যাচার চালানো হয়।

আসামি রফিক শেখ কবুতর পালন ও মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ২০২০ সালের ১২ আগস্ট দুপুর ১২টায় বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। বাইরে থাকার কারণ জানতে চান তিনি। উত্তর দিতে না পারায় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ওই দিন সকালে রফিক রূপসা উপজেলার দেবীপুর গ্রামের দীপক দাসের পানের বরজের মধ্যে পেট্রল ও একটি বস্তার মধ্যে কয়েকটি ইট রেখে আসে। রাতে বেড়ানোর কথা বলে দু’জন রূপসা ব্রিজসহ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। রাত ১০টায় উভয়ে ঘটনাস্থলে পৌঁছালে রফিক পানের বরজের সামনে এনে ভিকটিমকে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ