দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনে প্রার্থী হওয়ায় গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক আকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক ও সহসভাপতি আব্দুল আজিজ হাওলাদার।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত বহিষ্কার পত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশ নেওয়ায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোয় উল্লেখিত ব্যক্তিদের দলের সব পদ-পদবি হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।