চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে দ্বিতীয় দিনের মতো চলেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযান। গতকাল বৃহস্পতিবার বহুল আলোচিত শাপলাকলি হাইস্কুলের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনাসহ প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। পাশাপাশি সড়ক বিভাগের রেষ্ট হাউজের জমি দখল মুক্ত করা হয়েছে।
সওজ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শহরের দত্তনগর রোড, কালীগঞ্জ রোড ও হাসপাতাল রোডে চলে উচ্ছেদ অভিযান। সড়ক ও জনপথের জমিতে গড়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এ সময় সড়কগুলোর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে আরও অংশ নেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও জীবননগর থানা-পুলিশের ২২ জন সদস্য এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা।
চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘‘চলতি বছরের ২৩ জানুয়ারি অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। আজ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।’