কিশোরগঞ্জের কুলিয়ারচরে আমির হোসেন (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলাতে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের শাহ্ বাড়ি এলাকার এক কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওই কলাবাগানে এলাকাবাসী লাশটি দেখতে পান। তাঁদের ধারণা, আমিরকে হয়তো শ্বাসরোধ করে এ হত্যা করা হয়েছে। এর পর পুলিশে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশিত হলে মৃত্যুর কারণ জানা যাবে।