হোম > ছাপা সংস্করণ

বেড়েছে শীত, কষ্টে ছিন্নমূল মানুষ

নীলফামারী প্রতিনিধি

তিন দিন ধরে উত্তরের জনপদে তাপমাত্রা নিচে নামছে। বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন স্থবির। শীতে কষ্টে দিনাতিপাত করছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বিকেল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকায় সৈয়দপুর বিমানবন্দরে এ সময়ে ওঠানামা করছে না কোনো ফ্লাইট।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হোসেন জানান, গতকাল মঙ্গলবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার ১১ দশমিক ২ ডিগ্রি এবং রোববার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় গতকাল বেলা ২টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা করতে পারেনি।

এদিকে, শীতে কাতর মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো গরম কাপড়ের অভাবে পড়েছেন বিপাকে। কাজে যোগ দিতে পারছেন না শ্রমজীবী মানুষ। শীত নিবারণের জন্য স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন পুরোনো কাপড়ের দোকানে।

সৈয়দপুরে এনা পরিবহনের টিকিট এজেন্ট ফয়সাল দিদার দিপু জানান, ‘ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের উদ্দেশে ছেড়ে আসা নৈশকোচগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে।’

তিনি আরও জানান, ‘দেরিতে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে যাত্রীদের কোনো অভিযোগ নেই। বরং তাঁরা কুয়াশার এ সময়ে ধীরগতিতে কোচ চালাতে চালকদের অনুরোধ করেন।’

নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, জেলার শীতার্ত মানুষের মধ্যে ৩০ হাজার ১০০ কম্বল শীতবস্ত্র হিসেবে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ