আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নীলফামারীর কিশোরগঞ্জে তিন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
যাঁদেরসম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্যের জন্য উপজেলার উত্তর চাঁদখানা নগর নগরবন্দ গ্রামের বাসিন্দা মোছা. খাদিজা মেমি, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরুর জন্য একই ইউনিয়নের নগরবন্দ গ্রামের ফাতেমা আক্তার মিনি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মাগুরা ইউনিয়নের দরজিপাড়া গ্রামের সফিয়া আক্তার বিজলী।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এ তিন নারীকে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা জানানো হয়।
ইউএনও নবীরুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার, সমাজসেবা কর্মকর্তা জাকিয়া ফারহানা, একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ প্রমুখ।