দৈনিক আজকের পত্রিকার সার্কুলেশন বিভাগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদপত্র এজেন্ট ও হকারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা শহরের হোটেল ক্বারী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আজকের পত্রিকার মহা ব্যবস্থাপক (সার্কুলেশন বিভাগ) এবিএম জাকারিয়া।
প্রধান অতিথির বক্তবে এবিএম জাকারিয়া বলেন, একটি পত্রিকার প্রাণ হলো সংবাদপত্র এজেন্ট ও হকাররা। একটি পত্রিকা শুরু থেকে শীর্ষ স্থানে দখল করতে পারে এজেন্ট ও হকাররদের কল্যাণে।
ঐতিহ্যবাহী সংবাদপত্র এজেন্ট ‘রেকটো’ স্বত্বাধিকারী মো. আশিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের পত্রিকার সহকারী জেনারেল ম্যানেজার (সার্কুলেশন বিভাগ) মো. আবদুল হক, সংবাদপত্র এজেন্ট সৈয়দ রিয়াজ উদ্দিন অপু, মাসুকুল ইসলাম মাসুক, আজকের পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, সার্কুলেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ শাহ সজিব, মো. আলী লিটন প্রমুখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র এজেন্ট ও হকাররা অংশগ্রহণ করেন।