সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে নীলফামারী জজ আদালতে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থী এক আইনজীবী। তবে আদালতের বিচারক মো. হাফিজুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো। মামলায় মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরও একজনকে আসামি করা হয়।
জানা যায়, ১ ডিসেম্বর ফেসবুকে লাইভে এসে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য দেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।