সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা দেওয়ার বিনিময়ে উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ১০০-১৫০ টাকা করে আদায় করে বলে অভিযোগ করা হয়েছে। গত বুধবার উপজেলার আটুলিয়ার নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন ও সোয়ালিয়ার ফ্রেন্ডশিপ হাসপাতাল কেন্দ্রে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিক্ষক সমিতির নেতারা টিকা পরিবহনসহ টিকা দেওয়ার কাজে জড়িতদের আপ্যায়ন খরচ বাবদ টাকা নেওয়া হয় বলে জানায়।
জানা যায়, আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের গত মঙ্গলবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। যার অংশ হিসেবে দুটি পৃথক ভেন্যুতে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষার্থীদের হাজির হয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, টিকাদান কেন্দ্রে উপস্থিত হওয়ার পর নওয়াবেঁকী মহাবিদ্যালয়, আতরজান মহিলা মহাবিদ্যালয় ও শ্যামনগর এবং মুন্সিগঞ্জ কলেজসহ কয়েকটি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেন।
একজন কলেজ শিক্ষক জানান, উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে পরীক্ষার আগে পরীক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। সাতক্ষীরা সদর থেকে ফাইজারের বিশেষ এ টিকা আনা নেওয়াসহ, টিকা দেওয়ার সঙ্গে জড়িতদের ভেন্যুতে নেওয়া আর আপ্যায়নের অজুহাতে কিছু টাকা নেওয়া হয়।