মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। এতে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ওঙ্কার সিংয়ের চরিত্রে অভিনয় করছেন ওমর সানী। গত ২৯ ডিসেম্বর থেকে এফডিসিতে চলছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার প্রথম লটের শুটিং। শুটিং স্পট থেকে এই সিনেমায় নিজের লুক প্রকাশ করেছেন ওমর সানী।
ফেসবুকে নিজের অভিনীত চরিত্রের ছবি শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট। এই সিনেমায় তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং। তাঁর চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই সিনেমার প্রযোজক এবং পরিচালককে।’
ওঙ্কার সিংয়ের লুকে ওমর সানীর ছবিটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন অভিনেতাকে।
অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। বাংলাদেশ, ভারত ও ফ্রান্সে হবে শুটিং। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। এতে আরও অভিনয় করছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, নিপুণ আক্তার, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াৎ প্রমুখ।