হোম > ছাপা সংস্করণ

চবিতে তিন বছরে এবার সর্বনিম্ন আবেদন

মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় গত তিন বছরের মধ্যে এবার সর্বনিম্ন আবেদন জমা পড়েছে। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন; যা গত বছর থেকে ৪০ হাজার কম। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন শিক্ষার্থী।

গত কয়েক বছরের আবেদনসংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ জন। এ ছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে আবেদন করেন ১ লাখ ৬৬ হাজার ৮৭০ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন।

এবার সর্বনিম্ন আবেদনের পেছনে চারটি কারণের কথা জানিয়েছেন ভর্তি পরীক্ষাসংশ্লিষ্টরা। সেগুলো হলো সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা, এইচএসসিতে পাসের হার কম, প্রতিটি বিভাগীয় শহরে ভালো মানের বিশ্ববিদ্যালয় থাকা ও আবেদন ফি বাড়ানো।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘আমার কাছে দুটি কারণে এবার আবেদন কম হয়েছে বলে মনে হয়। একটি গতবার উচ্চমাধ্যমিকে পরীক্ষা না হওয়ায় পাসের হার বেশি ছিল। এবার পরীক্ষা হওয়ায় পাসের হার কম ছিল। আরেকটি সিলেট বিভাগ ও উত্তরাঞ্চলে বন্যা হওয়ায় বন্যাকবলিত এলাকার অনেকে আবেদন করেনি।’

এদিকে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেও ১৪ হাজার ৭৬৬ জন ভর্তি-ইচ্ছুক টাকা জমা দেননি। ফলে তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী টাকা জমা দিয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা ১ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ