হোম > ছাপা সংস্করণ

বোলারদের দাপট আশরাফুলের ব্যাটে রান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এত আলোচনা-সমালোচনার পরও ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে আশাবাদী হওয়ার মতো খবর মেলেনি গতকাল শুরু বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম দিনে। আগের মতোই মন্থর উইকেটে বোলারদের দাপটে গতকাল প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট।

ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে চার দলই। দুই দল গুটিয়ে গেছে দ্বিতীয় সেশনের পরই। বোলারদের দিনে সবচেয়ে উজ্জ্বল পারফরমার মোহাম্মদ আশরাফুল—দিনের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান তিনিই। বল হাতে দ্যুতি ছড়ানো দুই স্পিনার মেহেদি হাসান ও নাসুম আহমেদ পেয়েছেন ৫টি করে উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ২১৯ রানে গুটিয়ে যায় বিসিবি উত্তরাঞ্চল। জবাবে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ৬১ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস থেমেছে ২৬০ রানে। জবাবে ২ ওভারে ৩ রান তুলে দিন শেষ করেছে বিসিবি দক্ষিণাঞ্চল।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল শুরুতে বড় সংগ্রহের আভাস দিয়েও পথ হারিয়েছে। উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুল। অধিনায়ক ইমরুল ৪৬ রানে বিদায় নেওয়ার পর ধুঁকতে থাকে পূর্বাঞ্চল। বিসিবি দক্ষিণাঞ্চলের স্পিনারদের ঘূর্ণি জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে তারা। ৭০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ২৬০ রানে অলআউট হয়েছে ইমরুলের দল। উইকেটের সর্বোচ্চ সুবিধা আদায় করে উইকেটে পাল্লা দিয়ে শিকার করেছেন দক্ষিণাঞ্চলের দুই স্পিনার মেহেদি ও নাসুম। পূর্বাঞ্চলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৬১ রান করেন আশরাফুল।

বোলারদের দাপট ছিল গতকাল অন্য ম্যাচেও। তবে স্পিনাররা নন, পেসাররাও আলো ছড়িয়েছেন সে মাঠে। বিসিবি উত্তরাঞ্চলকে গুটিয়ে দিতে সম্মিলিত অবদান রাখেন ওয়ালটন মধ্যাঞ্চলের বোলাররা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার রবিউল হক।

মধ্যাঞ্চলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উত্তরাঞ্চলের কেউ যেতে পারেননি পঞ্চাশের ঘরে। সর্বোচ্চ ৪৬ রানে আউট হন পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী তানজিদ হাসান তামিম ফেরেন ৩২ রানে। দুজনের ৬২ রানের জুটিতে ভালোকিছুর আভাস দিলেও বাতাসে মিলিয়ে গেছে তা। উত্তরাঞ্চলের দুই ওপেনারের বিদায়ের পর দলের ৬ ব্যাটার ইনিংস লম্বা করতে পারেননি উইকেটে থিতু হওয়ার পরও। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান করেছেন উত্তরাঞ্চল অধিনায়ক মার্শাল আইয়ুব। তানভির হায়দার ও আরিফুল হক করেছেন সমান ২৫ রান।

হতাশার ব্যাটিংয়ের পর উত্তরাঞ্চল প্রথম দিনে বোলিংয়েও সুবিধা করতে পারেনি। মোহাম্মদ মিঠুন (৪৩) ও মিজানুর রহমানের (১৮) দৃঢ়তায় মধ্যাঞ্চল দিন শেষে করেছে বিনা উইকেটে ৬১ রান তুলে। 

মজিদের করোনা
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসর শুরুর আগমুহূর্তে ধাক্কা খেল ওয়ালটন মধ্যাঞ্চল। শুক্রবার রাতে ক্রিকেটারদের যে নমুনা নিয়েছিল বিসিবি, সেই রিপোর্টে করোনা পজিটিভ হয়েছেন মধ্যাঞ্চল ওপেনার আব্দুল মজিদ। ম্যাচ শুরুর আগমুহূর্তে র‍্যাপিড টেস্টের ফল অবশ্য নেগেটিভ এসেছে। তবে ঝুঁকি এড়াতে মজিদকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। গতকাল আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার রবিউল ইসলাম মিলটন।

সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল (প্রথম ইনিংস)
পূর্বাঞ্চল: ৮৬.২ ওভারে ২৬০ (আশরাফুল ৬১, ইমরুল ৪৬, শাহাদাত ৩০; মেহেদি ৫/৮১, নাসুম ৫/৯৬)
দক্ষিণাঞ্চল: ২ ওভারে ৩/০ (বিজয় ০*, পিনাক ০*; নাঈম ০/০)

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল (প্রথম ইনিংস)
উত্তরাঞ্চল: ৬৫.১ ওভারে ২১৯ (পারভেজ ৪৬, মার্শাল ৩৫, তানজিদ ৩২; রবিউল ৩/৩৭, শুভাগত ২/২১, হাসান ১/৩২)
মধ্যাঞ্চল: ১৭ ওভারে ৬১/০ (মিথুন ৪৩, মিজানুর ১৮; নোমান ০/১৫)

প্রথম দিন শেষে

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ