হোম > ছাপা সংস্করণ

ভারত সীমান্তে নওগাঁর যুবক আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভূতপাড়া গ্রাম থেকে ওই যুবককে আটক করে বিএসএফ।

আটক যুবকের নাম মনিরুল ইসলাম (২৫)। তিনি পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গরু আনার জন্য প্রবেশ করেন কয়েকজন রাখাল। গরু নিয়ে ফিরে আসার সময় ভারতীয় ১৫৯ কেদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ২৩১ মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ভূতপাড়া গ্রামে তিনটি গরুসহ বিএসএফ সদস্যরা মনিরুলকে আটক করে।

বিজিবির হাঁপানিয়া ক্যাম্পের নায়েব সুবেদার আজিজুল ইসলাম বলেন, আটকের পর বিজিবির পক্ষ থেকে মনিরুলকে ফেরত চেয়ে ভারতের কেদারিপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ সদস্যরা মনিরুলকে হবিপুর থানায় সোপর্দ করেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সাত থেকে আটজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ফেরার পথে ভারতের কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা মনিরুলকে গরুসহ আটক করে। তাঁকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ