পীরগাছা প্রতিনিধি
পীরগাছার অন্নদানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতদরগা উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয় ইউনিয়ন আওয়ামী লীগ।
দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমিনুলকে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে সাধারণ ভোটারদের চাঁদায় একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।