হোম > ছাপা সংস্করণ

যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে লেগুনা চালকের তরুণ সহকারীকে যৌন হয়রানির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওই তরুণের বাবার করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছালেক মিয়া (২৪), সুমন মিয়া (২৩) এবং সাইদুল হক (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ওই তরুণ তাঁর বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় অভিযুক্তরা ওই তরুণকে পাশের এক মাজারের পাকা ব্লকের আড়ালে নিয়ে যান। সেখানে তাঁকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় মুখ খুললে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে তিনজন চলে যান।

এ ঘটনায় ওই তরুণের বাবা রোববার বিকেলে থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন জনেক আটক করে। পরে গতকাল তাঁদের আদালতে পাঠালে আদালত তাঁদের কারাগার পাঠানোর নির্দেশ দেন।

যৌন নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের সিলেটের আদালতে প্রেরণ করা হয়। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ