আজ রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। রচনা মানস পাল, পরিচালনায় মুজিবুল হক খোকন। ধারাবাহিকের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, নাদিয়া আফরিন মিম, মনিরা মিঠু, তারিক স্বপন প্রমুখ। দীর্ঘদিন পর এই ধারাবাহিকে অভিনয় করছেন সংগীতশিল্পী শুভ্র দেব। নাটকে তিনি শিল্পী শুভ্র দেব চরিত্রেই অভিনয় করবেন।