বরিশালের উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে মাসব্যাপী আসবাব মেলা বসানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদালয়ের খেলার মাঠ দখল করে আসবাব মেলা চালাচ্ছেন পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের অলিউল হোসেন। বিদ্যালয়ের মাঠে নানা ধরনের আসবাব নিয়ে বসানো হয়েছে মেলা। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের মাঠের চারপাশে তাঁবু টানিয়ে ও বেড়া দিয়ে সম্পূর্ণ মাঠ দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী জানায়, খেলার মাঠ দখল হওয়ার কারণে নিয়মিত খেলাধুলা করতে পারছে না।
অভিযুক্ত অলিউল জানান, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুদ্দিন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর অনুমতি নিয়ে স্কুল মাঠে ব্যবসা করছেন। তবে তিনি ফার্নিচারের মেলা বসাননি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, বিষয়টি তাঁর জানা নেই।
জাহিদুল ইসলাম লিটু বলেন, ‘স্কুল বন্ধ থাকায় আমি তাকে ব্যবসা করার সুযোগ দিয়েছি। তবে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় ৩-৪ দিনের মধ্যে তাকে অন্যত্র চলে যেতে বলেছি।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ মালেক বলেন, বিষয়টি জানতে পেরে দ্রুত ফার্নিচারের দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন প্রধান শিক্ষকের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’