নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হেঞ্জু মিয়া (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত হেঞ্জু মিয়া ওই এলাকার হুদা মিয়ার ছেলে।
২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহফুজ আলম জানান, সকালে কৃষক হেঞ্জু মিয়া বাড়িসংলগ্ন সবজি খেতে পানি দিতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাঁর পরিবার ও পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।