হোম > ছাপা সংস্করণ

৫৯ বছর বয়সে পাস করলেন এসএসসি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

শিক্ষার কোনো বয়স নেই। এ কথা প্রমাণ করলেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ৫৯ বছর বয়সে তিনি এসএসসি পরীক্ষায় বসেছিলেন। পাস করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

গত বছর গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মোফাজ্জল হোসেন। গত ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হয়। তিনি জিপিএ-৪.৩৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘ইচ্ছে থাকলে সবই সম্ভব। এই বয়সে এসএসসি পাস করে প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।’

মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি দুবার ইউপি সদস্য পদে দায়িত্ব পালন করেছি। প্যানেল চেয়ারম্যানও আমাকে বানানো হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে চলাফেরা করতে হচ্ছে। অনেক লোকই জিজ্ঞাসা করে আপনি কি পাস? আমি তখন লজ্জায় জবাব দিতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘মূলত লজ্জা থেকে রেহাই পেতে ২০১৯ সালে ভকেশনাল শাখায় ভর্তি হই। ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই।’

মোফাজ্জল হোসেন জানান, তিনি চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ