হোম > ছাপা সংস্করণ

মাটির ভাঁড় অথবা খেলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমাদের দেশে মাটির ভাঁড়ে চা খাওয়ার প্রচলন না থাকলেও মাটির ভাঁড়ে দই খাওয়ার প্রচলন আছে। মিষ্টির দোকানে দই খেতে গেলেই পাওয়া যায় মাটির সেই সব ভাঁড়। আবার সন্তানদের খেলনা হিসেবে অনেকেই ছোট ছোট মাটির হাঁড়ি-পাতিল কেনেন। একসময় সেগুলো পরিত্যক্ত হয়ে যায়। এই বাতিল হয়ে যাওয়া খেলনা অথবা মাটির তৈরি দইয়ের ভাঁড় ফেলে না দিয়ে সেগুলো দিয়ে অনেক কিছুই করতে পারেন আপনি।

মাটির ভাঁড় কিংবা খেলনা হাঁড়ি ভালো করে ধুয়ে নিন। প্রয়োজনে সাবান-পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপর সেগুলোতে মনের মতো কারুকাজ করুন। ভাবছেন কী করবেন? দাঁড়ান বলছি।

প্রথমে দোকান থেকে অ্যাক্রিলিক কালার বক্স ও তুলি কিনে নিন। চিকন ও মোটা দুই ধরনের তুলি কিনতে পারেন। আবার একটিও কিনতে পারেন। এবার মাটির ভাঁড়ে পছন্দমতো রং করে নিন। একবার একটি রং দিয়ে রাঙিয়ে নিন। তারপর শুকানোর জন্য অপেক্ষা করুন। একটি রং শুকিয়ে গেলে অন্য একটি রং দিয়ে আঁকিবুঁকি করতে পারেন। তারা, ফুল, পাখি, পলকা ডটসহ বিভিন্ন ধরনের নকশা আঁকতে পারেন। তারপর তা রোদে শুকিয়ে নিন।

আঁকিবুঁকি হয়ে গেলে সেই পাত্রে গাছ লাগিয়ে নিন। অনেক মাটির ভাঁড় থাকলে একেকটি একেক কাজে ব্যবহার করতে পারেন। কোনোটায় দুল, গয়না, সেফটিপিন ও ছোটখাটো জিনিস রাখতে পারেন, আবার কোনোটায় গাছ লাগাতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ