পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালীর আদালতে করা নালিশি মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। গত সোমবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২য় আমলি আদালতের বিচারক মো. জামাল হোসেন মামলাটি খারিজ করে দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর মক্কেল (বাদী) এ আদেশে ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি উচ্চ আদালতে আবেদন করবেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর, মাটিতে ফেলে পদদলিত ও কটূক্তির অভিযোগে বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক (৪৬) বাদী হয়ে ১৪ ডিসেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২য় আমলি আদালতে সাবেক চিফ হুইপ ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের তৎকালীন ভিপি আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে এই নালিশি মামলাটি দায়ের করেন। ১৯ ডিসেম্বর রোববার মামলার আদেশ দেওয়ার কথা থাকলেও আদালত মামলাটি আমলে নিয়ে সোমবার এ আদেশ দেন।