২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে দোয়া মাহফিল করেছে উত্তরা মডেল টাউনের মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। একই দিনে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।
মাইলস্টোনের স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়িতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনাকারী এমএনআরএস ট্রাস্টের সভাপতি মিসেস মমতাজ বেগম, উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী, অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া, মূল ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি. স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম, কলেজের প্রশাসন বিষয়ক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের নানা দিক-নির্দেশনা দেন অতিথিরা।