‘ডাল ভাত’ শব্দ দুটি মনে করিয়ে দেয়, আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। প্রায় প্রতিদিনই যেহেতু আমরা ডাল খাই, তাই ডাল দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার বিষয়গুলো জেনে রাখা ভালো।
সব ধরনের ডাল বাজার থেকে কিনে আনার পর পরিষ্কার করে ঝেড়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিলে ডালের ভেতরে থাকা পানি শুকিয়ে যাবে। ডাল ছত্রাক ধরবে না এবং সহজে পোকায় কাটবে না। শুকনো জায়গায় ডাল রাখুন।
ছোলার ডাল
মসুর ডাল
মুগ ডাল
মাষকলাই