হোম > ছাপা সংস্করণ

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক উপহার দিল ভারত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি ৫৫ ট্যাংক ও একটি ৭৫/২৪ মি. মি. মাউন্টেন হাউটজার (বর্তমানে অকেজো) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত সরকার। এমন উপহার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারতের পেট্রাপোল বন্দরে আনুষ্ঠানিকভাবে উপহার দুটি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আশরাফের হাতে তুলে দেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিতিয়ন। এ সময় সেখানে দুই দেশের বন্দর ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহারের ট্যাংক ও মাউন্টেন হাউডজার গান ভারতের পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি ট্রাকে করে বেনাপোল বন্দরে আনা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে এগুলো ঢাকায় এনে জাতীয় জাদুঘর এবং ঢাকা সেনানিবাসে সংরক্ষণ করা হবে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও মাউন্টেন হাউটজার গান উপহার দিয়েছে ভারত। এ উপহার দুই দেশের বন্ধুত্ব জোরদারে ভূমিকা রাখবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান জানান, বাংলাদেশ সেনাবাহিনী যাতে দ্রুত ভারতের উপহার গ্রহণ করতে পারে, সে জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ