নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চালককে জিম্মি করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় গাড়ির মালিক আজীম উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আজীম উদ্দিন উল্লেখ করেন, এনএনঅটো মোবাইলস নামে রাজধানীর কুড়িলের তাঁর একটি গাড়ি বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি জাপান থেকে বিভিন্ন গাড়ি চিটাগাং পোর্টের মাধ্যমে আমদানি করত। চট্টগ্রামের শোরুম থেকে গত ১৪ ডিসেম্বর রাতে ঢাকা শোরুমে পৌঁছে দেওয়ার জন্য চালক মো. সাদেক হোসেনের মাধ্যমে একটি প্রাইভেট কারে রওনা হন। পথে দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছালে একটি হায়েস গাড়ি ব্যারিকেড দিয়ে গতি রোধ করে। সে সময় গাড়িটি থেকে অজ্ঞাত পাঁচ-ছয়জন নেমে চালকের হাত, পা, চোখ-মুখ বেঁধে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়। পথে চালক সাদেককে বন্দর থানার মদনপুর এলাকায় ফেলে রেখে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে গাড়িটি খুঁজে বের করার এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে।