পটুয়াখালী জেলা মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সম্মেলনে আফরোজা আক্তার সীমাকে সভাপতি ও ফারজানা রুমাকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা দলের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস। সম্মেলনে তিনি বলেন, ‘সরকার মানুষের মৌলিক অধিকারগুলোতে এখন মুনাফা বসিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের এখন মরার ওপর খড়ার ঘা। সরকার উন্নয়নের নামে লুটপাট আর মানুষের জন্য গুম–খুন উপহার দিচ্ছে।’
এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি আমিনা আল গাজী, জেলা বিএনপির নেতা রশীদ মিয়া, বরিশাল বিভাগীয় মহিলা দলের নেত্রী সুলতানা আহমেদ, জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টিসহ মহিলা দলের নেতা–কর্মীরা।