হোম > ছাপা সংস্করণ

দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীরে রাতে ৬ নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত ওই এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিজুল ইসলামের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। একই এলাকায় প্রথমে নৌকা প্রতীকের এবং পরে স্বতন্ত্র প্রার্থী আনারসের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে সকালে দুই প্রার্থী তাঁদের নির্বাচনী কার্যালয় দেখতে ছুটে যান।

নৌকা প্রতীকের প্রার্থী তোফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত ৬ নম্বর ওয়ার্ডের তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মূলত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এ কাজ করছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বলেন, তাঁর আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। তিনি মৌখিকভাবে থানায় জানিয়েছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, লিখিতভাবে কেউ অভিযোগ দেননি। তবে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ