কুমিল্লার সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. একরামুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক আশরাফুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. একরামুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।