নান্দাইল উপজেলার ৭ হাজার ৪৮০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ পেলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে ধান বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নাদিয়া ফেরদৌসি, উপ-সহকারী কর্মকর্তা মো. আমিনুল হক, এসএপিপিও মো. মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক মিন্টু মিয়া, আমিনুল ইসলাম আশিক, সারোয়ার জাহান রাজিব প্রমুখ।