সোশ্যাল মিডিয়ায় সুন্দর ছবি পোস্ট করতে চাইলে জেনে নিতে পারেন।
ফলের ছবি তোলার আগে নান্দনিক ঝুড়ি খুঁজে নিন।
র্যাপিং করা গিফট বক্সের ছবি তোলার আগে তাতে সুতলি বা ফিতা বো আকারে বেঁধে নিন। এরপর কয়েকটি পাতা দিয়ে সাজিয়ে ফেলুন। খুব সাধারণ কাগজ দিয়ে র্যাপ করলেও ফিতা ও পাতার কারণে ছবি ভালো আসবে।
অর্ধেক প্লেট খাবারের ছবি তুলতে পারেন। তবে পুরোটা তোলার ক্ষেত্রে পেঁয়াজ, মরিচ, শসা বা টমেটো দিয়ে সাজিয়ে নিন।
প্লেটের নিচে কী আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাকগ্রাউন্ডে পাটের ম্যাট রেখে ছবি তুললে সেটা আরও আকর্ষণীয় দেখাবে।
লাল, গোলাপি, হলুদ ও বেগুনি রং সহজেই দৃষ্টি আকর্ষণ করে। এই রংগুলো প্রাধান্য দিয়ে ছবি তুলতে পারেন।
লালের মধ্যে লাল, কালোর মধ্যে কালো অর্থাৎ একই রঙের কম্বিনেশনেও ভালো ছবি হয়।