হোম > ছাপা সংস্করণ

রোহিতায় বিজয়ী ১৩ জনই নতুন মুখ

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচিতদের মধ্যে নতুন পুরোনো মিশ্রণ হলেও ব্যতিক্রম ঘটেছে রোহিতা ইউপিতে। এ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যর ১৩ জনই নতুন মুখ।

রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আনছার সরদারকে ৬ হাজার ১৩৫ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন পেয়েছেন ৯ হাজার ২১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী আবু আনছার সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৭ ভোট। গেল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আনছার সরদার রোহিতা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন।

রোহিতা ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য মনজুয়ারা বেবিকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ইসমত আরা ঝুমুর। ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের রুবিনা বেগমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন লাখি ইদ্রিস এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুফিয়া খাতুনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন টুনু বেগম।

১ নম্বর পট্টি-সরণপুর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান মারা যাওয়ায় ওই ওয়ার্ডে একই নামের অপর একজন নির্বাচিত হয়েছেন। ২ নম্বর বাসুদেবপুর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। ৩ নম্বর এড়েন্দা ওয়ার্ডের রেজাউল করিমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন আমিন উদ্দিন। ৪ নম্বর রোহিত ওয়ার্ডের মহিতুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হয়েছেন মেহেদী হাসান।

৫ নম্বর বাগডোব-নোয়াপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন নির্বাচন না করায় সেখানে নির্বাচিত হয়েছেন খোকন মোড়ল। ৬ নম্বর কোদলাপাড়া ওয়ার্ডের মনিরুজ্জামানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন রেজাউল ইসলাম। ৭ নম্বর সরসকাঠি ওয়ার্ডের আমিনুল ইসলাম শিল্পীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন।

৮ নম্বর সালামতপুর-মুড়াগাছা ওয়ার্ডের ইউপি সদস্য মানোয়ার হোসেন নির্বাচনে অংশ না নেওয়ায় সেখানে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান এবং ৯ নম্বর গাঙ্গুলিয়া ওয়ার্ডের খাইরুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘আমার পরিষদের ১৩ জনপ্রতিনিধির সবাই নতুন। আশা রাখি তাঁরা জনগণের কল্যাণে কাজ করবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ