ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর যুবদলের সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসুকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে তাঁকে পুরোনো মামলায় গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, রাসুর বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় তাজমহল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।
এদিকে মিনহাজুল ইসলাম রাসুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন।