হোম > ছাপা সংস্করণ

বাসে বাড়তি ভাড়ায় বিপাকে যাত্রী, বাধছে তর্কবিতর্ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। স্থানীয় গণপরিবহনের মালিকেরা গত রোববার থেকে এই নতুন ভাড়া কার্যকর করেছেন। তবে আকস্মিক বাড়তি ভাড়া গুনতে গিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। দৈনন্দিন জীবনের ব্যয়ভার বেড়ে যাওয়ার পর হঠাৎ করে চলাচলে বাড়তি খরচ যোগ হওয়ায় যাত্রীসাধারণও পড়েছেন বিপাকে।

এতে বিভিন্ন বাস কাউন্টারে বাড়তি ভাড়া নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। নিরুপায় হয়ে নতুন করে বাড়তি ভাড়া পরিশোধ করছেন তাঁরা।

জানা যায়, বাড়তি ভাড়ার কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটের সড়ক পথে যাত্রীর চাপ অনেকটা কমে গেছে। সরকারি নির্ধারিত ভাড়া আদায় করতে বিভিন্ন বাস কাউন্টারে স্টাফদের সঙ্গে যাত্রীরা তর্কে জড়াচ্ছে। একদিকে বাস স্টাফরা যেমন সরকার নির্ধারিত ভাড়া আদায়ে হিমশিম খাচ্ছেন অন্যদিকে যাত্রীরাও সরকার নির্ধারিত নতুন ভাড়া পরিশোধে বেকায়দায় রয়েছেন। ফলে রেলপথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট যাতায়াতে সুবিধা থাকায় যাত্রীরা সেই পথেই যাচ্ছেন বলে জানিয়েছেন অনেক যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটে সড়কপথে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার যাত্রী চলাচল করে। জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন যাত্রীরা এসব রুটে চলাচলে রেলপথকে বেঁচে নিচ্ছেন তাঁরা। ঢাকাগামী কয়েক জন যাত্রী জানান, আকস্মিকভাবে ভাড়া বাড়ায় তাদের ওপর বাড়তি চাপ পড়ছে। এতে করে তাদের দৈনন্দিন ব্যয়ভার আরও বেড়ে যাবে।

আশিক নামের এক যাত্রী বলেন, ট্রেন না পেয়ে বাসে যাচ্ছি। ট্রেন পেলে বাসে যেতাম না। আবার অনেকে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, সরকার নির্ধারিত নতুন ভাড়া আদায় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া অধিকাংশ যাত্রী এখন বিকল্প মাধ্যম হিসেবে রেলপথকে বেছে নিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ