এই মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন করিম বেনজেমা! ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। পরশু শনিবার রাতেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ৪-১ গোলের জয়ে বেনজেমার কাছ থেকে এসেছে জোড়া গোল। দলকে জিতিয়ে ব্যক্তিগত মাইলফলকেও অনন্য উচ্চতা স্পর্শ করেছেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়ালের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে বেনজেমা স্পর্শ করেছেন ৩০০ গোলের মাইলফলক।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে স্পর্শ করেন রিয়ালের জার্সিতে ৩০০ গোলের নতুন এক উচ্চতা। ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন দারুণ ছন্দে থাকা আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রও। ৫২ ও ৬১ মিনিটে জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে ব্যবধান কমান গনসালো গুয়েদেস। আর ৮৮ মিনিটে এবারের লিগে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা। এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান সুদৃঢ় করেছে রিয়াল।