ব্রাহ্মণপাড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি সোহেল মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘সোহেল মিয়াকে গত শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।’